Posts

Showing posts from October, 2014

আমার বাংলা নিউজ২৪.কম: গঙ্গা-হুগলীতে ভারতের নতুন করে ১৬ বাঁধ নির্মাণ প্রক...

আমার বাংলা নিউজ২৪.কম: গঙ্গা-হুগলীতে ভারতের নতুন করে ১৬ বাঁধ নির্মাণ প্রক... : গঙ্গা-হুগলী নদীতে ভারতের নতুন করে ১৬টি বাঁধ নির্মাণ প্রকল্পে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা উক্ত প্রকল...

গঙ্গা-হুগলীতে ভারতের নতুন করে ১৬ বাঁধ নির্মাণ প্রকল্পে উদ্বেগ পরিবেশ বিশেষজ্ঞদের

Image
গঙ্গা-হুগলী নদীতে ভারতের নতুন করে ১৬টি বাঁধ নির্মাণ প্রকল্পে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা উক্ত প্রকল্প অবিলম্বে বাতিলসহ আন্তঃসীমান্ত নদীসমূহের ওপর থেকে সকল অবকাঠামো অপসারণের দাবি জানিয়েছেন। বেসরকারি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ও পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রুমে “গঙ্গা নদীতে ১৬টি নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা বাতিল কর! আন্তঃ সীমান্ত নদীসমূহের ওপর থেকে সকল অবকাঠামো অপসারণ কর!!” শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞরা এ উদ্বেগ ও দাবি জানান। বাপা’র নির্বাহী সদস্য অধ্যাপক এ এম মুয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য রাখেন বাপা’র সাধারণ সম্পাদক ও পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ’র মহাসচিব ডা. মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ’র নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিশেষজ্ঞ ড. এস আই খান এবং বেন সদস্য ড. মাহমুদুর রহমান। ডা. মো. আব্দুল মতিন উদ্বেগ প্রকাশ করে বলেন, গণমাধ

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ৩৪ জন নিহত ও আহত ৫০

Image
নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ৩৪ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী কোচ কেয়া পরিবহনের সাথে নাটোর থেকে গুরুদাসপুরগামী যাত্রীবাহী লোকাল বাস অথৈ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নাটোর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম মোড়ের আগে রেজুর মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী কোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৫৬৫৬) একই দিক থেকে আসা অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নাটোর থেকে গুরুদাসপুরগামী যাত্রীবাহী লোকাল বাস অথৈ পরিবহনের (সিলেট ব-৬৩৮৪) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।  কেয়া পরিবহন বাসের পিছনে প্রাইভেটকার নিয়ে আসা বড়াইগ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম নয়ন বলেন, এ সময় বিকট শব্দে বাস দুটি মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কের দুই পাশের দুটি গর্তে সিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সময় রাস্তা ও আশে পাশে আহত-নিহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। দুর্ঘটনার

পুলিশি অ্যাকশনে বাইরের লোক : ওসি স্ট্যান্ড রিলিজ

Image
পুলিশি অ্যাকশনে বাইরের লোক : ওসি স্ট্যান্ড রিলিজ amarbanglanews24.com তথ্য সুত্র : loksamaj.com রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) থেকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সদর দফতর থেকে এ আদেশ দেয়া হয়। দুপুরে আরএমপি কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএম আবদুস সোবহানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিলো। তদন্তের পরিপ্রেক্ষিতে সদর দফতর তার বদলির এ আদেশ দিয়েছে। তবে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে সপুরায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকায় হাউজি খেলা নিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পাশে স্থানীয় যুবলীগ নেতা আরিফ ও তার লোকজন, অন্যপাশে হাউজি পরিচালনা গ্রুপ। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের ভ্যান

বাংলাদেশের পুলিশকে অস্ত্র দেবে না যুক্তরাজ্য

Image
বাংলাদেশের পুলিশকে অস্ত্র দেবে না যুক্তরাজ্য amarbanglanews24.com তথ্য সুত্র : amardeshonline.com বাংলাদেশের পুলিশের ব্যবহারে অস্ত্র বিক্রি করতে রাজি নয় যুক্তরাজ্য। সম্প্রতি মানবাধিকার প্রশ্নে এ দেশের পুলিশের জন্য গোলাবারুদ রফতানিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে তারা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ভুক্ত কয়েকটি দেশও জারি করেছে একই ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দফতর। বাধ্য হয়ে গোলাবারুদ কেনার বিকল্প বাজারের সন্ধানে নেমেছে সরকার। তবে ওইসব দেশের মতো মানসম্মত গোলাবারুদ সরবরাহকারী দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে বিষয়গুলো সুরাহার চেষ্টা করা হচ্ছে। এজন্য গত মাসের শেষদিকে পররাষ্ট্র সচিবের কাছে একটি চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠিতে পুলিশ অধিদফতরের গত ৪ আগস্টের ইকুইপমেন্ট/ ৪৪.০১. ০০০০.২২.০২. ০১১.১৩ (অংশ-১)/ ১২০২৮ নং পত্রের মর্মানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে

Social Share Icons