Posts

Showing posts from January, 2015

অবশেষে সরকারের বোধদয় ? বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ পুণসংযোগ

Image
বেগম খালেদা জিয়ার   গুলশান   কার্যালয়ে   বিদ্যুৎ   পুণসংযোগ অবশেষে সরকারের বোধদয় ? বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ পুণসংযোগ muktobak24:  ঢাকা ,  শনিবার , ৩১   জানুয়ারী   ২০১৫ প্রায় ১৮ ঘন্টা পর বিদ্যুৎবিহীন থাকার পর পুনরায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে । এর আগে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে কার্যালয়টির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো কর্মীরা পুলিশ নিয়ে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় । বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশের ভবনে বিদ্যুৎ সংযোগ থাকলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই । তিনি বলেন , গুলশান থানার উপ - পরিদর্শক ( এসআই ) সোহেল রানা ও ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী এসে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।

সেনা প্রধানের চাপে শেখ হাসিনা: অবরোধ প্রত্যাহারের চেষ্টায় তৎপর সরকার

Image
সেনা প্রধানের চাপে শেখ হাসিনা : অবরোধ প্রত্যাহারের চেষ্টায় তৎপর সরকার muktobak24:  ঢাকা ,  শনিবার , ৩১   জানুয়ারী   ২০১৫ তথ্য সুত্র : unn24.com News Link :  http://unn24.com/?p=13936 মাহাবুবুর রহমান: অবশেষে মুখ খুললেন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরী ভিত্তিতে সাক্ষাত করে তিনি চলমান সংকট সমাধানে আল্টিমেটাম দিয়েছেন। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ সময় পেয়েছেন শেখ হাসিনা। এজন্য দিগ্বিদিক ছুটাছুটি করছেন তিনি। অবরোধ প্রত্যাহারের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সর্বশেষ তৎপরতা হিসেবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হতে পারে। ইতোমধ্যে খালেদা জিয়া যেখানে অবস্থান করছেন, তার সেই রাজনৈতিক কার্যালয়কে সব ধরণের যোগাযোগ ও নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিদু ‌্যৎ সংযোগ নেই, পানি, টেলিফোন, মোবাইল, টিভি সব কিছু থেকে বিচ্ছিন্ন এখন বেগম খালেদা জিয়া। খাবার সরবরাহও বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকারের মন্ত্রীরা। এসব তৎপরতার পেছনের খবর হলো গত ২২ জানুয়ারি জাতিসংঘের এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে চ

মুখে কালো কাপড় বেধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে গুলশান থানার ও ডেসকোর কর্মকর্তা-কর্মচারীরা।

Image
মুখে কালো কাপড় বেধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন muktobak24:  ঢাকা ,  শনিবার , ৩১   জানুয়ারী   ২০১৫ মুখে কালো কাপড় বেধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে  গুলশান থানার ও ডেসকোর কর্মকর্তা-কর্মচারীরা।  শনিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে পুরো এলাকায় বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়। এ সময় ডেসকোর একটি গাড়ী ও গুলশান থানা পুলিশের একটি হোন্ডায় দুজন কর্মকর্তা মুখে কাপড় বেধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত চলে যায়। এ সময় সেখানে অপেক্ষমান সাংবাদিকরা ডেসকোর গাড়ীটি ঘিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারন জানতে চায়। ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী তখন বলেন, গুলশান থানার নির্দেশে তিনি খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বিষয়টি  নিশ্চিত করেছেন গুলশান কার্যালয়ে অবস্থানরত আমাদের সংবাদদাতা শফিক শাহিন। এখন সেখানে কোনো আলো নেই। আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা না থাকলেও কার্যালয়তি এখন পুরোপুরি অন্ধকার। তিনি বলেন, এখন চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশের ভবনে বি

গ্রেফতারের পর ‘বিশেষ অভিযান’, অতঃপর ‘বন্দুকযুদ্ধে নিহত’ : ১২ দিনে নিহত ৮

Image
গ্রেফতারের পর ‘বিশেষ অভিযান’, অতঃপর ‘বন্দুকযুদ্ধে নিহত’ : ১২ দিনে নিহত ৮ Muktobak24:  ঢাকা , বৃহস্পতীবার , ২ ৯   জানুয়ারী   ২০১৫ তথ্য সুত্র : আমারদেশ ‍অনলাইন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ চলছে। অবরোধকে কেন্দ্র করে সংগঠিত নাশকতা ঠেকাতে রাজধানীসহ দেশজুড়ে পুলিশ ও র‌্যাবের গণগ্রেফতার অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর সন্দেহভাজন নাশকতাকারী ও এ কাজে নির্দেশদাতাকে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নামছে ‘বিশেষ অভিযানে’। এসময় ঘটছে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা। নিহত হচ্ছে ‘নাশকতাকারী’। তবে এসব ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ বলতে নারাজ নিহত ব্যক্তিদের পরিবার। তাদের অভিযোগ কয়েকদিন নিখোঁজ থাকার পর স্বজনদের এমন নিহত হওয়ার ঘটনা নিছক সাজানো। নিহত ব্যক্তিদের আগেই আটক করা হয়। চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৮ জানুয়ারি বিকেল পর্যন্ত এ ১২ দিনে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৮ জন। এদের মধ্যে পাঁচজন বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাকি তিনজনকে ডাকাত বলছেন আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার ভোর রাতে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসল

চলে গেলেন আমাদের প্রিয় আরাফাত রহমান কোকো

Image
মায়ের কাছ থেকে চিরবিদায় Muktobak24: ঢাকা ,  মঙ্গলবার , ২ ৭   জানুয়ারী   ২০১৫ আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢোকানো হয় বেলা পৌনে ২টার দিকে। এরপর খয়েরি রঙের কফিনটি নিচ তলার একটি কক্ষে রাখা হয়। কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর মরদেহ ঢেকে দেওয়া হয় । কিছুক্ষণ পর দুই ভাইয়ের স্ত্রী দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন। এক পর্যায়ে মৃত ছেলের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠেন খালেদা জিয়া। এসময় শেষ বারের মত প্রিয় সন্তানের মুখে হাত বুলিয়ে দেন তিনি। তখন উপস্থিত সবাইকেই কাঁদতে দেখা যায়। এরপর দোয়া করা হয় কোকোর আত্মার শান্তি কামনা করে। দোয়ায় খালেদা জিয়াসহ সবাই শরিক হন। তার পরই মায়ের কাছ থেকে চিরবিদায় নেন কোকো। কোকোর লাশবাহী অ্যাম্বুলেসটি বিকেল পৌনে তিনটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কার্যালয়ের ভেতর থেকে বের করা হয়। এরপর সেটি প্রধান জানাযার নামাজের জন্য বায়তুল মোকাররমের দিকে রওনা দেয়।। বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা হয়। বাদ মাগরিব ক

সৌদি আরবের নতুন বাদশা সালমান

Image
সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ Muktobak24:  রিয়াদ ,  শুক্রবার , ২ ৩   জানুয়ারী   ২০১৫ রিয়াদ:  সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবার নাম আব্দুল আজিজ আল সৌদ ও মায়ের নাম হাসসা বিনতে আহমেদ আল সুদাইরী। সালমান সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর আপন ভাই। সৌদির নতুন বাদশা তার পরিবারের সদস্যদের প্রতি আব্দুল্লাকে শেষ দেখা ও তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে মুকরিনকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমানের পরে মুকরিন হবেন সৌদির বাদশা।

সৌদি আরবের বাদশা বাদশা আব্দুল্লাহ আর নেই

Image
আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ Muktobak24: রিয়াদ , শুক্রবার , ২ ৩   জানুয়ারী   ২০১৫ রিয়াদ:  সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।    শুক্রবার মধ্যরাতে  ৯০ বছর বয়সী আব্দুল্লাহ  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো  হয়েছে।   ঘোষণার আগে সৌদি টিভিতে কুরআনের আয়াত পাঠ প্রচার করা হয়, যা দেশটির রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুর প্রতি ইঙ্গিত করে।   আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন। এজন্য কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০০৫ সালে রাজসিংহাসনে আরোহণ করা এই ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।   বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ওই ঘোষণায় জানানো হয়েছে। বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।   রাষ্ট্রীয় ঘোষণায় আরো জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী

প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপ চেয়ে রিট

Image
প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপ চেয়ে রিট Muktobak24:  ঢাকা ,  বৃহস্পতিবার , ২ ২   জানুয়ারী   ২০১৫ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে সংলাপে বসার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগেও গতবছরের ১৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে সংলাপের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। পরে সেটি খারিজ হয়ে যায়।

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ

Image
মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ Muktobak24:  ঢাকা ,  বৃহস্পতিবার , ২ ২   জানুয়ারী   ২০১৫ মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন করা নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের সহিংসতা ও নাশকতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশের ৮৮ ধারায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে যাত্রী বা সঙ্গী বহন করা নিষিদ্ধ থাকবে।

সংলাপে বসতে আর্ন্তজাতিক মহলের চাপ বাড়ছে

Image
সংলাপে বসতে আর্ন্তজাতিক মহলের চাপ বাড়ছে Muktobak24:  ঢাকা ,  বৃহস্পতিবার , ২ ২   জানুয়ারী   ২০১৫ সুত্র : অন্যদিগন্ত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আর্ন্তজাতিক মহলে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত সংলাপে বসার আহবান জানানো হয়েছে। একই সাথে রাজনৈতিক নেতাদের মুক্তি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বলা হয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধিদল। সত্যিকারের সংলাপ করারও আহ্বান জানানো হয় এতে। এক বিবৃতিতে ইপির দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষাকারী প্রতিনিধিদলের প্রধান জ্যাঁ ল্যাম্বার্ট বাংলাদেশের চলমান পরিস্থিতিকে ‘মারাত্মক গোলযোগপূর্ণ’ হিসেবে অভিহিত করেন। ব্রাসেলস থেকে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া সব রাজনৈতিক দলকেই সমাবেশ করা, বক্তৃতা করা এবং চলাচল করাসহ মৌলিক অধিকারগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। বিবৃতিতে সরকার ও বিরোধী উভয় পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের গণতান্

ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা জনির স্ত্রী মনীষা জাতীর বীবেক এর কাছে জানতে চেয়েছেন আমার স্বামীর অপরাধ কি?

Image
বাক্‌রুদ্ধ মনীষা, ইনসেটে জনি  Muktobak24:  ঢাকা ,  বুধবার , ২ ১   জানুয়ারী   ২০১৫ কেন ওরা আমার স্বামীকে হত্যা করলো? কি অপরাধ ছিল আমার স্বামীর? আল্লাহ আমাকে বিধবা করেছে যারা তুমি তাদের বিচার করো। এভাবে চিৎকার করে কাঁদছিলেন ডিবির ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা নূরুজ্জামান জনির স্ত্রী মুনিয়া পারভীন মণীষা। হৃদয়বিদারক দৃশ্য জনির বাড়িতে। স্বজনরাও সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। গ্রেপ্তারকৃত ছোট ভাইকে দেখতে সোমবার সকালে কেন্দ্রীয় কারাগারে যান ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি। ফিরে এসে অন্তঃসত্ত্বা স্ত্রী মনীষাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার আর ফেরা হয়নি। ফেরা হবে না আর কোন দিন। তার অনাগত সন্তান কোন দিন পিতার মুখ দেখতে পাবে না। মনীষা চিৎকার করে বলছিলেন, সে তো সন্ত্রাসী ছিল না। তবে কেন তাকে হত্যা করা হলো, রাজনীতি করাই কি তার অপরাধ? তাহলে দেশে রাজনীতি নিষিদ্ধ করা হোক। প্রধানমন্ত্রী কি আমার স্বামীকে ফেরত দিতে পারবেন! আমার সন্তান তো তার পিতাকে কোন দিন দেখতে পাবে না। মনীষা জানান, তার স্বামী রাজনীতি করলেও কোন নাশকতায় জড়িত ছিলেন না। ছাত্রদলের খিলগাঁও থানার সাধারণ সম্পাদ

Social Share Icons