Posts

Showing posts from 2014
Image
পরীক্ষা না দিয়েও জিপিএ ৫                           Muktobak24:বুধবার, ৩১ ডিসেম্বার ,২০১৪ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ ৫ পেয়েছে। এ ঘটনাটি ওই এলাকায় ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও শাপলা আক্তার জানান, এ বছর প্রাথমিক সমাপনী (পিএসপি) পরীক্ষাতে ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে অনুপস্থিত ছিল পূর্ব সিন্দুনা গ্রামের হাছেন আলীর ছেলে সাজ্জাদ ইসলাম শাকিব। যার রোল নং ২৪৩৫। কিন্তু মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাজ্জাদ ইসলাম শাকিব পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ফলাফলে জিপিএ ৫ পেয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভূইয়াসহ সহকারী শিক্ষা কর্মকর্তার উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। হাতীবান্ধা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুনবী বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে এমনটি হলো তা নিয়ে আমি কোন মন্তব্যই করতে পারবো না। হাতীবান্ধা উপজেলা প্র

তারেক রহমানের বিরুদ্ধে আরও ৫ জেলায় মামলা, সমন জারি

Image
তারেক রহমানের বিরুদ্ধে আরও ৫ জেলায় মামলা, সমন জারি Muktobak24: ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বার ,২০১৪ দেশের পাঁচ জেলায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁপাই নবাবগঞ্জে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে ছাত্রলীগ মামলা করে। গাইবান্ধায়ও তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মামলা করেছেন। এছাড়া সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও বাকৃবি ছাত্রলীগ নেতা মামলা করেন। সব ক’টি মামলাই হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে।  বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চাঁপাই নবাবগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি ফায়জার রহমান কনক বাদী হয়ে আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি করেন। মামলায় বিএনপির উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দীন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানকেও আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দায়িত্বপ্রাপ্ত) নূর নবী আগামী ৪ ফেব্রুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন বলে জানিয়েছে বাদীর আইনজীবী নজরুল ইসলাম। মামলার আরজিতে বলা হয়, গত ১৫ই ডিসেম্বর লন

সরকারি এজেন্টরা পেট্রোলবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দিয়েছে : রিজভী

Image
সরকারি এজেন্টরা পেট্রোলবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দিয়েছে : রিজভী Muktobak24: ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বার ,২০১৪ ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকারি এজেন্টরা পেট্রোলবোমা বিস্ফোরণসহ বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাত ১০টার দিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ২০ দলীয় জোট অবৈধ সরকারের অনাচার, মিথ্যা মামলার প্রতিবাদে গণতন্ত্র স্বীকৃতির আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের মিলিত শক্তি আন্দোলন। তিনি আরো বলেন, অবৈধ সরকার ক্ষমতা টিকে থাকতে জনগণের উপর আগ্রাসন চালাচ্ছে। সরকারের এ ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

নিউ এজ কার্যালয়ে পুলিশের তল্লাশি

Image
নিউ এজ কার্যালয়ে পুলিশের তল্লাশি Muktobak24: ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বার ,২০১৪ ইংরেজি দৈনিক নিউ এজ কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে । এসময় পত্রিকার সম্পাদক নূরুল কবীর অফিসেই ছিলেন । তবে অফিস থেকে কাউকে আটক করা হয়নি । পত্রিকা অফিসের এবং কয়েকজন কর্মচারীর ছবি তুলে নিয়ে এসেছে পুলিশ । রোববার রাত সাড়ে ৮ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এই অভিযান চালায় । পত্রিকাটির ডেপুটি এডিটর ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান , রাত সাড়ে ৮ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সালেহউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অফিস তল্লাশির কথা জানান । তবে তারা ভেতরে প্রবেশের কোনো যৌক্তিক কারণ বা আদালতের কোনো আদেশ দেখাতে পারেননি । এরপর পুলিশ অভ্যর্থনা কক্ষে থাকা কয়েকজনের ছবি তুলে নিয়ে যায় । তিনি পুলিশের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । এদিকে অপর একটি সূত্রে জানা গেছে , পুলিশ প্রথমে নিউ এজ ভবনের চারপাশে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে । এসময় ওসি স
Image
গয়েশ্বর আটক , ডিবি অফিসে Muktobak24: ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বার ,২০১৪ ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের ( ডিবি ) একটি দল । শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ । আটক হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় মোবাইল ফোনে বাংলানিউজকে জানান , সিদ্ধেশ্বরীতে যে বাসায় তিনি বৃহস্পতিবার রাতে অবস্থান করেন , শুক্রবার ভোরে সেখানে তল্লাশি চালায় ডিবি পুলিশ । সকাল পৌনে সাতটার দিকে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় । তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন । কেন তাকে এভাবে ডিবি অফিসে নিয়ে আসা হলো সে ব্যাপারে কিছু জানেন না বলে বাংলানিউজের প্রতিবেদককে জানান গয়েশ্বর চন্দ্র রায় । অবশ্য এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রায়ের বাজারস্থ গয়েশ্বরের বাসায় তল্লাশি চালায় সাদা পোশাকের পুলিশ । এ সময় তিনি বাসায় ছিলেন না । প্রায় একই সময় মহানগর বিএনপির সদস্য সচিব ও

‘মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোন ভুমিকা নেই’

Image
‘মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোন ভুমিকা নেই’                        Muktobak24: যুক্তরা্য্য, মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু। এই লালসালুকে ঘিরে থাকা ভন্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দেয়। তিনি বলেন, আওয়ামী লীগ দাবী করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ  অংশ নেননি। বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আটদিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনে সোমবার ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের আত্মসমর্পন অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে বাংলাদেশের পক্ষে একমাত্র মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক সাবেক বিমান বাহিনী প্রধান এক

muktobak24: মাত্র ৪ ঘণ্টায় পৃথিবী ঘুরবে যে বিমান

muktobak24: মাত্র ৪ ঘণ্টায় পৃথিবী ঘুরবে যে বিমান : মাত্র ৪ ঘণ্টায় পৃথিবী ঘুরবে যে বিমান Muktobak24: মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪ ব্রিটিশ মহাকাশ সংস্থা রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড নতুন প...

মাত্র ৪ ঘণ্টায় পৃথিবী ঘুরবে যে বিমান

Image
মাত্র ৪ ঘণ্টায় পৃথিবী ঘুরবে যে বিমান Muktobak24: মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪ ব্রিটিশ মহাকাশ সংস্থা রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড নতুন প্রযুক্তির একটি বিমান তৈরি করছে। তাদের দাবি, বিমানটি যাত্রী নিয়ে বিশ্বের যে কোনো স্থানে মাত্র চার ঘন্টায় যেতে সক্ষম হবে। রিঅ্যাকশন ইঞ্জিনসের পক্ষ থেকে বলা হয়েছে, এ সক্ষমতা অর্জনের জন্য বিমানটিতে কেবলমাত্র একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর সেটি হলো- একটি প্রি-কুলার বা প্রাক শীতলকারক যন্ত্র। কোম্পানির প্রধান প্রকৌশলী অ্যালেন বন্ড জানান, নতুন ‘স্যাবর’ ইঞ্জিন সিস্টেমে বাতাস ভর্তি করে .০১ সেকেন্ডে ১,০০০ ডিগ্রী সেলসিয়াসেরও বেশি ঠাণ্ডা করা সম্ভব। এর ফলে একটি জেট ইঞ্জিন বর্তমানে যে ক্ষমতা নিয়ে চালু হয় তার চেয়ে অনেক বেশি ক্ষমতা নিয়ে চলতে সক্ষম হবে। তিনি বলেন, আর অধিক ক্ষমতা থেকেই সৃষ্টি হয় উচ্চগতি। সহজে ও সুন্দরভাবে এটি শব্দের গতির চেয়ে ৫ গুণ গতিতে উড়তে সক্ষম হবে। যুগান্তকারী এই প্রযুক্তি হলো- কুলিং সিস্টেম। এ প্রযুক্তিটিতে সুবিন্যস্তভাবে কতগুলো পাতলা পাইপ একটি ঘূর্ণায়মান প্যাটার্নের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং ঘনীভূত হিলিয়াম গ্যাস দিয়ে পূর্ণ করা হ

বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রী পদত্যাগ

Image
বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রী পদত্যাগ  Muktobak24: মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪ তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী। সময়মতো নির্বাচন না হওয়ায় দেশটিতে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে। পদত্যাগের ঘোষণাকালে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী লরেন্ট লামোথে বলেন, দায়িত্ব পালনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী লামোথের সঙ্গে প্রেসিডেন্ট মাইকেল মারটেলিরও পদত্যাগ দাবি করছেন। জানুয়ারিতে হাইতির পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মারটেলি ডিক্রির জারির মাধ্যমে দেশ শাসন করবেন।

বর্তমান পরিস্থিতি ভয়ংকর নৈরাজ্যময়: মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া

Image
বর্তমান পরিস্থিতি ভয়ংকর নৈরাজ্যময়: মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া                                     Muktobak24: ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪ দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়ংকর নৈরাজ্যময়’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে খালেদা জিয়া এ অভিমত ব্যক্ত করেন। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।’ তিনি বলেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজও বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ওই অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে

“তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা”

Image
“তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা” Muktobak24: ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বার ,২০১৪ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গন্ধুকে পাকবন্ধু বলার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় এই পরোয়ানা জারি করে আদালত। আজ সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯শে জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ১৭ই নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ই ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার এজাহারে দাবি করা হয়, তারেক রহমান চলতি বছরের ১১ই নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু ’ বলে মন্তব্য করেছেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ বক্তব্য প্রকাশিত হওয়ায় মানহানির অভিযোগ এনে দন্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-স

“আন্তর্জাতিক মানবাধিকার দিবস: পরিস্থিতি উদ্বেগজনক”

Image
“আন্তর্জাতিক মানবাধিকার দিবস: পরিস্থিতি উদ্বেগজনক” Muktobak24: ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বার ,২০১৪ উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি । এখনও হরহামেশা দিন - দুপুরে গুম - খুনের শিকার হচ্ছেন মানুষ । বছরের পর বছর ধরে যারা গুম হয়ে আছেন তাদের উদ্ধারে কোন তৎপরতা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর । অভিযোগ রয়েছে , আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না । কোন কোন ক্ষেত্রে মাস খানেক নিখোঁজ থাকার পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হচ্ছে । ক্রসফায়ারও চলছে সমানতালে । এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকার পরও কথিত ক্রসফায়ারে মৃত্যুর ঘটনাও ঘটছে । পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামির ওপর নির্যাতন হচ্ছে । নাগরিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও শক্তিপ্রয়োগের ঘটনা ঘটছে অহরহ । ধরে নিয়ে অস্ত্র ঠেকিয়ে গুলির ঘটনাও ঘটছে প্রায়ই । নিরপরাধ মানুষকে বানানো হচ্ছে সন্ত্রাসী । সীমান্তেও চলছে সমানতালে খুন - অপহরণ । ন

Social Share Icons