নির্বাচন কালীন সরকারের নাম তত্ত্বাবধায়ক হতেই হবে তার কোন মানে নাই, যে নামেই হোক না কেন একটি নিরপেক্ষ সরকার হতে হবে, যে সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে: বেগম খালেদা জিয়া


নির্বাচন কালীন সরকারের নাম তত্ত্বাবধায়ক হতেই হবে তার কোন মানে নাই, যে নামেই হোক না কেন একটি নিরপেক্ষ সরকার হতে হবে, যে সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে: বেগম খালেদা জিয়া

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

Muktobak24: সাবেক প্রধাণমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়া গতকাল শনিবার রাতে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন আওয়ামী লীগ জানে, ক্ষমতা থেকে গেলে সহসাই ক্ষমতায় আসতে পারবে না মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই নির্বাচন দিতে চায় না দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে সাবেক এই প্রধাণমন্ত্রী বলেন, জোর করে ক্ষমতায় বসে থাকা এই অনির্বাচিত সরকার দেশকে ধ্বংস করছে কিন্ত জোর করে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকার পরিনতি হয় ভয়াবহ স্বাধীনতার পর তাদের যে অবস্থা হয়েছিল বর্তমানে তারা সেই একই পথে এগুচ্ছে কিন্তু বিএনপি তাদের এমন করুণ পরিনতি চায়না  তিঁনি আরও বলেনআওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না সিটি নির্বাচনেও সে প্রমাণ হয়েছে  তিঁনি বলেন, আমি বলছি না যে তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে যে নামেই হোক না কেন একটি নিরপেক্ষ সরকার হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট হারুন আল রশিদ, এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়াসহ ব্রাম্মন বাড়িয়া বারের নির্বাচিত সদস্যরা সাবেক প্রধাণমন্ত্রী, বেগম খালেদা জিয়া বলেন, সরকার নির্বাচিত নয়, আপনারা নির্বাচিত প্রতিনিধি, গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা শরিক হউন তিঁনি আরও বলেন জঙ্গীবাদের প্রচার করে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করেছে সরকার, এর জন্য আমারা বিদেশের শ্রমবাজার হারিয়েছি গত ১০ দিনে সড়ক দূর্ঘটনায়  ২৪২ জন প্রাণ হারিয়েছে কিন্তু সেদিকে তাদের নজর নেই, তাদের একটাই কাজ বিএনপিকে দমন করা, বিএনপিকে ধ্বংস করা, কিন্তু এভাবে বিএনপিকে শেষ করা যাবেনা তিনি অবৈধ সরকার হঠাতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)