Posts

Showing posts from April, 2015

যে কারনে গতকালকের ভূমীকম্প

Image
পাঁচশো হিরোশিমার শক্তির দুই প্লেটের রেষারেষিতেই কেঁপে   ওঠে   কাঠমান্ডু   থেকে   ঢাকা Muktobak24 : রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫ কাঠমান্ডু থেকে ৭০ কিলোমিটার উত্তর - পশ্চিমে নির্জন পাহাড়ি এলাকা । সেখানেই মাটির ১১ কিলোমিটার গভীরে শনিবারের কালান্তক ভূমিকম্পের উৎসস্থল । ভূগর্ভস্থ যে প্লেটগুলির উপরে অবস্থান করছে মহাদেশ ও মহাসাগরগুলি , তার মধ্যেই দু ’ টি প্লেটের রেষারেষির ফল এ দিনের ভূমিকম্প । শনিবার দুপুরে ভারতীয় প্লেটটি পিছলে ঢুকে যায় ইউরেশীয় প্লেটের নীচে । সেই প্রক্রিয়ায় যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় , তার জেরেই কেঁপে ওঠে কাঠমান্ডু থেকে ঢাকা । কম্পন কোথাও স্থায়ী হয় এক মিনিট , কোথাও দেড় মিনিট , কোথাও বা দু ’ মিনিট । ধ্বংসলীলার পক্ষে এটুকু সময়ই ছিল যথেষ্ট । কারণ দু ’ প্লেটের এই স্থান পরিবর্তনে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে , তার কাছে পরমাণু বোমা নস্যি । কী রকম ? ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন , দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিরোশিমায় যে পরমাণু বোমাটি ফেটেছিল , তার থেকে নির্গত হয়েছিল ২০ হ

এমন দেশে আছি, যেখানে কেউ নিরাপদ নয়, আহতদের দেখতে এসে বেগম খালেদা জিয়া

Image
এমন   দেশে   আছি ,  যেখানে   কেউ   নিরাপদ   নয় ,  আহতদের   দেখতে   এসে   খালেদা   জিয়া সুত্র : newsofbangladesh.com Muktobak24: ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫ ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন , ‘ এমন দেশে আছি যেখানে কেউ নিরাপদ নয় । কারো নিরাপত্তা নেই । নিজের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সার্জেন্ট আতিকুর রহমানকে সান্ত ¡ না দিয়ে খালেদা জিয়া বলেন , ‘ একটু কষ্ট কর , একটু কষ্ট হবে । তবে সব ঠিক হয়ে যাবে । এমন দেশে আছি , যেখানে কেউ নিরাপদ নয় । কারো নিরাপত্তা নেই । ’ বাংলা মোটরের কাছে হামলার ঘটনার পর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে তিন ঘন্টা অবস্থান শেষে রাতে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া । রাত সাড়ে ৯টার দিকে তার গাড়িবহর কার্যালয় থেকে রওনা হয়ে শান্তিনগর , মালিবাগ , রামপুরা , প্রগতি সরণী , নতুন বাজার হয়ে গুলশান ২ নং সড়ক দিয়ে সরাসরি গুলশান ইউনাইটেড হাসপাতালে যান । সেখানে তিনি আহত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মইনুল , অবসরপ্রাপ্ত লে . সাম

বিদেশীর লাশ উদ্ধার

Image
Muktobak24: ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫ ঢাকা : রাজধানীর বসুন্ধরা থেকে সিং ইয়েন হন ( ৭৩ ) নামে এক বিদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার রাতে ওই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । ভাটারা থানার এসআই মিজানুর রহমান জানান , বুধবার বিকেলে বসুন্ধরার ৬ নম্বর রোডের ই ব্লকের ৩০১ নম্বর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে ওই বিদেশী আত্মহত্যার চেষ্টা করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এপোলো হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তিনি আরও বলেন , পরবর্তী সময়ে পুলিশে খবর দেওয়া হলে রাতে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ওই বিদেশী সোয়ান গ্রুপের কর্মরত ছিলেন । তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি ।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কি লাভ

Image
সিটি   করপোরেশন   নির্বাচনে   বিএনপির   কি   লাভ লেখক: আলফাজ আনাম সুত্র: onnodiganta.com Muktobak24: Saturday, April 11, 2015 ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়টি নিয়ে এখন নানামুখী আলোচনা চলছে । বিএনপির নেতাকর্মী সমর্থকেরাও বিশ্লেষণ করছেন এই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত সঠিক হচ্ছে কি না । বিএনপির নেতারা বলছেন , আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি । চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোও বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছে । এখন এই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনে কী গতি অর্জন হয় , তা দেখার অপেক্ষায় আছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা । মনোনয়নপত্র জমা দেয়ার পর দেখা যাচ্ছে , চট্টগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও ঢাকায় বিএনপির একাধিক প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন । এরমধ্যে ঢাকা উত্তরে বিএনপির একজন নেতা আব্দুল আউয়াল মিন্টুর মনোনায়নপত্র বাতিল হয়েছে । দক্ষিনে বাতিল হয়েছে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনায়নপত্র । আবার

Social Share Icons