Posts

Showing posts from July, 2015

নির্বাচন কালীন সরকারের নাম তত্ত্বাবধায়ক হতেই হবে তার কোন মানে নাই, যে নামেই হোক না কেন একটি নিরপেক্ষ সরকার হতে হবে, যে সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে: বেগম খালেদা জিয়া

Image
নির্বাচন কালীন সরকারের নাম তত্ত্বাবধায়ক হতেই হবে তার কোন মানে নাই, যে নামেই হোক না কেন একটি নিরপেক্ষ সরকার হতে হবে, যে সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে: বেগম খালেদা জিয়া রবিবার, ২৬ জুলাই, ২০১৫ Muktobak24: সাবেক প্রধাণমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়া গতকাল শনিবার রাতে তাঁর   গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন আওয়ামী লীগ জানে , ক্ষমতা থেকে গেলে সহসাই ক্ষমতায় আসতে পারবে না । মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । তাই নির্বাচন দিতে চায় না । দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে সাবেক এই প্রধাণমন্ত্রী   বলেন , জোর করে ক্ষমতায় বসে থাকা এই   অনির্বাচিত সরকার দেশকে ধ্বংস করছে । কিন্ত জোর করে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকার পরিনতি হয় ভয়াবহ । স্বাধীনতার পর তাদের যে অবস্থা হয়েছিল বর্তমানে তারা সেই একই পথে এগুচ্ছে । কিন্তু বিএনপি তাদের এমন করুণ পরিনতি চায়না ।   তিঁনি আরও বলেন ‘ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে

প্রশাসনে আসছে বড় রদবদল - মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব কে হচ্ছেন?

Image
প্রশাসনে আসছে বড় রদবদল - মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব কে হচ্ছেন ? রবিবার, ২৬ জুলাই, ২০১৫ Muktobak24: প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আসছে । আগামী আগস্টের শুরুতে ডিসি সম্মেলনের পর পরই এ রদবদলের সম্ভাবনা রয়েছে । কে হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এনিয়ে এখনই প্রশাসনে জোর আলোচনা শুরু হয়েছে । কারণ , অনেকটাই নিশ্চিত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা । তাই মন্ত্রিপরিষদ সচিব পদটি খালি হবে । এ পদে কে বসবেন ? সিনিয়রিটি অনুযায়ী ভূমি সচিব শফিউল ইসলাম প্রশাসনের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা । এরপরই রয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ , জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড . কামাল আব্দুল নাসের চৌধুরী , বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন ও স্বরাষ্ট্র সচিব ড . মোজাম্মেল হক খান । এদের মধ্যে যে কেউ বসতে পারেন মন্ত্রিপরিষদ সচিব পদে । তবে এ পদের সবচেয়ে প্রধান দাবিদার মুখ্য সচিব আবুল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখে শাড়িতে বার্নিকাট ‘অপূর্ব’

Image
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখে শাড়িতে বার্নিকাট ‘ অপূর্ব ’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখে শাড়িতে বার্নিকাট ‘ অপূর্ব ’ Muktobak , ঢাকা, শনিবার ১৮ জুলাই ২০১৫  : বাঙালি নারীর মতো শাড়ি পড়া দেখে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটের প্রশংসা করেছেন সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া । শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপাসনের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন বার্নিকাট । যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে করমর্দন করে বেগম খালেদা জিয়া বলেন , “ আপনাকে শাড়িতে সুন্দর মানিয়েছে , খুব সুন্দর লাগছে । ” এই অনুষ্ঠানে সবুজ রঙের একটি শাড়ি পড়েছিলেন বার্নিকাট । এক বছর আগে বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসেন বার্নিকাট । লাইনে দাঁড়িয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে মঞ্চে বেগম খালেদা জিয়ার সঙ্গে একে একে করমর্দন করে ঈদে শুভেচ্ছা জানান । খালেদা জিয়ার কাছাকাছি যেতেই শাড়ি পরা বার্নিকাট সবার নজর কাড়েন । বেগম খালেদা জিয়

নির্বাচনের জন্য মানুষ উন্মুখ - চৌধুরী কামাল ইবনে ইউসুফ

Image
চৌধুরী কামাল ইবনে ইউসুফ নির্বাচনের জন্য মানুষ উন্মুখ - চৌধুরী কামাল ইবনে ইউসুফ নিরপেক্ষ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ । সরকারের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন , যা হওয়ার হয়ে গেছে , এখন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেশটাকে বাঁচান , নিজেরাও বাঁচুন । মানুষ উন্মুখ হয়ে আছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য । গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ । এ সময় তিনি দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থা , আইনশৃঙ্খলা পরিস্থিতি , বিরোধীদলীয় নেতা - কর্মীদের ওপর দমন - পীড়ন , মামলা - হামলা , গ্রেফতার - হয়রানি , সরকারের বিদেশনীতিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেন । তিনি বলেন , দেশের অর্থনীতি আর চলছে না । যত মধ্যম আর উচ্চ আয়ের কথাই বলা হোক না কেন , মানুষ টের পাচ্ছে , দেশে আসলে হচ্ছেটা কী ! কাজকর্মের

Social Share Icons