এমন দেশে আছি, যেখানে কেউ নিরাপদ নয়, আহতদের দেখতে এসে বেগম খালেদা জিয়া

এমন দেশে আছিযেখানে কেউ নিরাপদ নয়আহতদের দেখতে এসে খালেদা জিয়া
সুত্র : newsofbangladesh.com
Muktobak24: ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এমন দেশে আছি যেখানে কেউ নিরাপদ নয় কারো নিরাপত্তা নেই নিজের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সার্জেন্ট আতিকুর রহমানকে সান্ত¡না দিয়ে খালেদা জিয়া বলেন, ‘একটু কষ্ট কর, একটু কষ্ট হবে তবে সব ঠিক হয়ে যাবে এমন দেশে আছি, যেখানে কেউ নিরাপদ নয় কারো নিরাপত্তা নেই

বাংলা মোটরের কাছে হামলার ঘটনার পর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে তিন ঘন্টা অবস্থান শেষে রাতে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাত সাড়ে ৯টার দিকে তার গাড়িবহর কার্যালয় থেকে রওনা হয়ে শান্তিনগর, মালিবাগ, রামপুরা, প্রগতি সরণী, নতুন বাজার হয়ে গুলশান নং সড়ক দিয়ে সরাসরি গুলশান ইউনাইটেড হাসপাতালে যান সেখানে তিনি আহত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মইনুল , অবসরপ্রাপ্ত লে. সামিউল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতিক গাড়িচালক আবদুল মান্নানকে দেখতে যান তিনি তাদের চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এদের মধ্যে লে. কর্নেল (অব.) শামিউল ইসলামের অবস্থা গুরুতর
, জোটনেত্রীকে কর্ডন করে বাসায় পৌছিয়ে দেয় হাজার নেতা-কর্মী
বিকাল পৌনে ৬টার দিকে খালেদা জিয়া নয়া পল্টনের কার্যালয় আসেন দোতলায় নিজের চেম্বারে অফিস বসেন এরপর সন্ধ্যা ৭টায় দলের জ্যেষ্ঠ নেতৃবন্দ আর্দশ ঢাকা আন্দোলনের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি রাত সাড়ে ১১ টা খালেদা জিয়া বাসায় পৌঁছান

এদিকে নয়া পল্টনের কার্যালয়ে আগমন উপলক্ষে কয়েক হাজার নেতা-কর্মী খালেদা জিয়ার গাড়ি ঘিরে শ্লোগান দিতে থাকে বেগম জিয়ার গাড়িবহর নেতা-কর্মীরা কর্ডন করে গুলশান পর্য্ন্ত পৌছিয়ে দেয়


Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)