সিদ্দিকী পরিবার এর পুনর্মীলনী -২০১৬

Hazi A. Karim Siddique
আধুনিক যশোর গঠনে অগ্রণী পরিবার যশোরের ঐতিহ্যবাহীসিদ্দিকী পরিবারএর পুনর্মীলনী -২০১৬
তারিখ : ৮ই জুলাই ২০১৬ রোজ শুক্রবার
স্থান : চুড়িপট্টি, যশোর
সংক্ষিপ্ত পরিচয় :
ইংরেজি ১৮৭৫ সালের মাঝামাঝি সময়ে ইরাক থেকে আগত সম্ভ্রান্ত মুসলিম জনাব হাজ্বী বাবর আলী প্রথম যশোরে এই ঐতিহ্যবাহীসিদ্দিকী পরিবারএর  গোড়া পত্তন করেন
হঠাৎ করেই সামাজিক অর্থনৈতিক ভাবে অপ্রতুল একটা পরিবেশে (যশোর চুড়িপট্টির বর্তমান, “হাজ্বী : করীম রোড”) সপরিবারে বসবাসরত জনাব হাজ্বী বাবর আলী প্রাথমিক সময়ে যথেস্ঠ অসুবিধার সম্মুখি হলেও আর সব জ্ঞানী বিচক্ষণ ব্যাক্তির মতোই পরিবেশের আয়ত্তাধীন না থেকে পরিবেশকেই নিজের আয়ত্বে আনার পথ অবলম্বন করলেন এবং ধীরে ধীরে সফল হতে শুরু করলেন, এভাবেই তিঁনি আধুনিক যশোরের ভিত্তি স্থাপনকারী এই ঐতিহ্যবাহী পরিবারটিকে সযত্নে যশোরের বুকে বপন করলেন
জনাব হাজ্বী বাবর আলীর পর মজলুম জননেতা মৌলানা ভাষানির :ক্ষীণ হস্ত হিসাবে পরিচিত, যশোরের রাজনৈতিক অঙ্গনে সৎ এবং জন-দরদী রাজনীতির অগ্রদূত, বিশিষ্ট সমাজসেবক, ভাষা সৈনিক জনাব আলমগীর সিদ্দিকীর পিতা জনাব হাজ্বী : করিম সিদ্দিকী প্রতিষ্ঠা করেনসিদ্দিকী পরিবারএরযশোর চৌরাস্তাকোতোয়ালী মসজীদএর স্থাপনকারী জনাব হাজ্বী : করিম সিদ্দিকী হাশিমপুর স্কুল সহ অসংখ্য স্কুল, মাদ্রাসার জন্য দান করে গেছেন শত বিঘা জমি
জনাব হাজ্বী : করিম সিদ্দিকীরসিদ্দিকী পরিবারএর  যারা সামাজিক, রাজনৈতিক এবং দানশীল ব্যক্তিত্ব হিসাবে যশোরের মাটি এবং মানুষের কাছে যারা অনস্বীকার্য
যশোর পৌরসভার দশবছর অবধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোস্তফা সিদ্দিকী যশোর পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর-খুলনা রোডের কিয়দংশ দানকারী, কেশবপুর বাস ষ্ট্যান্ড জনস্বার্থে প্রদানকারী এবং যশোর মডেল স্কুল সহ আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দানকারী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক জনাব গোলাম সিদ্দিক সিদ্দিকী বিশিষ্ট শরীর চর্চাবিদ, যশোর অঞ্চলে ব্যামাগার প্রতিষ্ঠায় অগ্রদূত জনাব কুদ্দুস সিদ্দিকী এবং জনাব হাজ্বী : করিম সিদ্দিকীর পুত্রদের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক ভাবে সর্বাধিক আলোচিত রাজনীতিবিদ, ভাষাসৈণীক জনাব আলমগীর সিদ্দিকী, যশোর চৌরাস্তাকোতোয়ালী মসজীদএর সাবেক মোতওয়াল্লী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক রাজনীতিবিদ জনাব শেখ ফারুক সিদ্দিকী, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক জনাব তারিক সিদ্দিকী, যশোর বাস-মালিক সিমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক রাজনীতিবিদ জনাব মুকুল সিদ্দিকী, যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব মতিন সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব এ্যাড:চুন্নু সিদ্দিকী, ইন্জি: জনাব সালাহউদ্দিন সিদ্দিকী, ইন্জি: জনাব হাসানুজ্জামান সিদ্দিকী

অনুষ্ঠানে যা যা থাকছেঃ
*পবিত্র কোরআন তেলোয়াত *মৃত আত্মীয়ের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত *কেক কেটে উদ্বোধন

* স্মৃতি চারন, আড্ডা *গান *মধ্যাহ্নভোজ *ক্রেস্ট বিতরন *মুরব্বিদের মধ্যে খেলা *বুনায়, বোন, ভাবিদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা *সকল বাচ্চাদের মধ্যে পুরস্কার বিতরন *বিকালের নাস্তা *রেফেল ড্র *সন্ধ্যার পর আতশবাজি ফানুস উৎক্ষেপন *নাচ, গান, কবিতা আকৃতি *রাতের খাবার এবং সব শেষে হাজী আব্দুল করিম এর জীবিত দুই পুত্র ( জয়নাল সিদ্দিকী তারিক সিদ্দিকী) কর্তৃক পরবর্তী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে সমাপ্তি ঘোষণা করা

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)