কারাগারে বুকে ব্যাথা ডায়রিয়া আক্রান্ত সালাহউদ্দিন : ফের নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

কারাগারে বুকে ব্যাথা ডায়রিয়া আক্রান্ত সালাহউদ্দিন : ফের নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

Muktobak24 : শুক্রবার, ২৯ মে, ২০১৫
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে আদালতের নির্দেশে কারাগারে নেয়ার পাঁচ ঘণ্টা পর আবারও হাসপাতালে পাঠানো হয়েছে বুকে ব্যথা ব্যথার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ সালাহউদ্দিন আহমদকে নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে পাঠায়
সালাহউদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে তথ্য জানা গেছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়
এর আগে মঙ্গলবার বিকালে নেগ্রিমস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাই সালাহউদ্দিন আহমদেক সুস্থতার সার্টিফিকেট দেয় পরে মেঘালয় পুলিশ হাসপাতাল থেকে তাদের হেফাজতে নিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে জেলা দায়রা জজের আদালতে হাজির করে আদালত তাঁকে ১৪ দিনের জন্য আইনি হেফাজতে (কারাগারে) পাঠানোর নির্দেশ দেন আগামি ১০ জুন শুনানির জন্য তাঁকে আবার আদালতে হাজির করতে বলা হয়
১১ মে ভোরে সালাহ উদ্দিন আহমদকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন পুলিশে খবর দেয় এরপর পুলিশ অবধৈ অনুপ্রবেশের দায়ে তাঁকে গ্রেপ্তার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়
পরে তাঁর প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার জন্য নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে এরপর শিলং সদর পুলিশ থানা হয়ে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে এক দিন পর মিমহানস থেকে আবার তাঁকে পাঠানো হয় সিভিল হাসপাতালে এরপর ২০ মে সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য নেগ্রিমসে নেয়া হয়
সালাহউদ্দিনের উন্নত চিকিৎসার জন্য নেগ্রিমস হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করেন

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)