`তিস্তার বিনিময়ে মুস্তাফিজ' : তিলকে তাল বানানো

`তিস্তার বিনিময়ে মুস্তাফিজ' : তিলকে তাল বানানো
`তিস্তার বিনিময়ে মুস্তাফিজ' : তিলকে তাল বানানো
সোমবার, ৩রা আগষ্ট, ২০১৫
সুত্র:thebengalitimes.com
Muktobak24: তিলকে তাল বানানোর কথা শুনেছেন হয়তো কিন্তু তিলের '' না থাকা সত্ত্বেও তা থেকে একটা আস্ত বৃহস্পতি গ্রহ বানানো দেখেছেন কি? না দেখলে দেখুন শনিবার পহেলা আগস্ট বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল একটি খবর প্রকাশ করে, তাতে লেখা, তিস্তার বিনিময়ে নাকি বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে চেয়েছে ভারত নেলদেন সম্পূর্ণ হলে তিস্তার জল সমস্যা মিটে যাবে নিমেষে

এখানেই শেষ নয় তাতে আরও দাবি করা হয়েছে, এর আগেও নাকি প্রখ্যাত বাংলাদেশি গায়িকা রুনা লায়লাকেও নিজেদের দেশে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে জানিয়েছিল ভারত আর এবার সরাসরি ক্রিকেট দলের বোলার মুস্তাফিজুর রহমানকে চাওয়া হয়


কে চেয়েছেন? পোর্টালটির দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রস্তাব রাখেন তাতে হাসিনা নাকি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব নাকচ করে দেন পোর্টালটির দাবি, এই সমস্ত তথ্য বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন তবে বোলারের নামটি নাকি তিনি উল্লেখ করেননি তবে দাবি শুনে নাকি এটা স্পষ্টতই বোঝা গিয়েছিল সেই বোলার আর কেউ নন, বরং মুস্তাফিজুর সত্য-মিথ্যা বিচারের ভার পাঠকদের উপরই ছাড়া হলো  সূত্র: এই সময়

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)