যশোর জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতার আদালতে আত্মসমর্পন - জামিন নামঞ্জুর

যশোর জেলা বিএনপির সদস্য জনাব অনিন্দ্য ইসলাম সহ যশোর জেলা বিএনপির আরও ৪ নেতার জামিন নামঞ্জুর কারাগারে প্রেরন
যশোর জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতার আদালতে আত্মসমর্পন - জামিন নামঞ্জুর
বৃহস্পতিবার, ১৩ই আগষ্ট, ২০১৫
Muktobak24: যশোর : “আমাদের ছাত্রদলের সেক্রেটারী বাবুল খুব অসুস্থ, ঢাকায় তার ওপেন হার্ট সার্জারি হেচ্ছে, আপনারা সবাই তার জন্য অন্তর থেকে দোয়া করবেন” গতকাল ১২ই আগষ্ট বুধবার সরকারের দায়েরকৃত সাজানো মামলায় কোর্টে আত্মসমর্পন করতে এসে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে এই ছিল, যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, জননেতা আলহাজ্ব অনিন্দ্য ইসলাম এর প্রথম কথা।নিজের সামনে চরম বিপদ, তিনি যানেন না আত্মসমর্পনের পর আদৌ তিনি জামিন পাবেন কিনা, অথচ আজ আদালতে থাকাকলিন সময় তাঁর সমস্ত চিন্তা জুড়ে ছিল ছাত্রদল নেতা বাবুল। আদালত থেকেই তিঁনি বারবার ঢাকায় চকিৎসরত বাবুলের খোঁজ-খবর নিচ্ছিলেন।এসব নেতৃত্ব সুলভ গুনাবলির কারনেই তিঁনি যশোর বিএনপি, যুবদল, ছাত্রদলের নয়নের মনি।

পুলিশ কতৃক দায়েরকৃত সাজানো মামলায় যশোর বিএনপির সবথেকে পরিশ্রমি, আপোষহীন, কর্মী দরদী, আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দানকারী নেতা, যশোর জেলা বিএনপির সন্মানীত সদস্য জনাব আলহাজ্ব অনিন্দ্য ইসলাম সহ যশোর জেলা বিএনপির আরও ৪ নেতা গতকাল ১২ই আগষ্ট বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন । এ সময় বিএনপির শীর্ষ ৫ নেতার পক্ষে আদালতে জামিনের আবেদন করেন তাদের প্রধান আইনজীবী অ্যাড. দেবাশীষ দাস। আদালতে এ সময় তাকে সমর্থন করেন প্রায় অর্ধশত আইনজীবী। এদিকে বিএনপির শীর্ষ ৫ নেতার জামিন নামঞ্জুর হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জনাব অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জনাব তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র।বিগত আন্দোলন সংগ্রামে সরকারের মামলা-হামলায় যখন যশোর বিএনপি নেতৃত্বহীন অবস্থায় দিশাহারা ঠিক সেই চরম বিপদের মুহুর্তে বিএনপির হাল ধরেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত এবং একক প্রচেষ্টায় মোড় ঘুরিয়ে দিয়ে আন্দোলনকে সাফল্যের শিখরে তুলে আনেন। যশোর বিএনপির নেতা-কর্মীগন মনে করেন যে জননেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসুরী একমাত্র জনাব অনিন্দ্য ইসলাম অমিত।যে কোন বিপদে তাদের পামে এসে দাঁড়ান, সাহায্য করেন একমাত্র জনাব অনিন্দ্য ইসলাম অমিত, তাঁর নেতৃত্বে তারা নির্ভযে ঝাপিয়ে পরতে পারে যে কোন সংগ্রামে, কারন তারা জানে যে, অনিন্দ্য ইসলাম অমিত আন্দোলন সংগ্রামে তাদের সাথে একই কাতারে মাঠে ছিল, আছে এবং থাকবে।


বিএনপির শীর্ষ নেতা যে সকল মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন তার কয়েকটির সংক্ষিপ্ত বিবরণ :
গত জানুয়ারি রাতে যশোর শহরের ঢাকা রোড ব্রিজের পাশে উপশহরস্থ বিআরটিসি বাস কাউন্টারের সামনে বাসে কে বা কারা আগুন দেয়ার ঘটনায় পুলিশের সাজানো দুটি মামলা এর একটি বিস্ফোরক উপাদানাবলী আইনে এবং অপরটি বিশেষ ক্ষমতা আইনের মামলা

দুটি মামলার আসামি বিএনপি নেতা গোলাম রেজা দুলু, দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম অনিন্দ্য ইসলাম অমিত গত ১৪ জানুয়ারি রাতে যশোর শহরের আরএন রোডস্থ দেবু সুইটসের সামনে পুলিশের ওপর কথিত পেট্রোল বোমা হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয় বিস্ফোরক উপাদানাবলী আইনে পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয় বিএনপির নেতা গোলাম রেজা দুলু, দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম অনিন্দ্য ইসলাম অমিতকে

গত ১৮ জানুয়ারি রাতে বকচর কোল্ড স্টোরের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয় ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি সাজানো মামলা দায়ের করে মামলায় আসামি করা হয় বিএনপি নেতা গোলাম রেজা দুলু, দেলোয়ার হোসেন খোকন পৌর মেয়র মারুফুল ইসলামকে গত ২৮ জানুয়ারি রাতে উপশহরস্থ স্যালভেশন আর্মির পাশে বিটিসিএল অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়

ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক উপাদানাবলী আইনে বিশেষ ক্ষমতা আইনে দুটি সাজানো মামলা দায়ের করে বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলায় আসামি করা হয় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, পৌর মেয়র মারুফুল ইসলাম জেলা বিএনপির নির্বাহী সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে অপর মামলায় আসামি করা হয় মারুফুল ইসলাম অনিন্দ্য ইসলাম অমিতকে

গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হলে পুলিশ সেখানে হানা দিয়ে ১২ জন নেতাকর্মীকে আটক করে ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি সাজানো মামলা দায়ের করে মামলায় আসামি করা হয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁনকে

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)