বিষাক্ত রাজনীতির স্পর্শে সমাজে দুর্বৃত্তায়ন : এমাজউদ্দিন

বিষাক্ত রাজনীতির স্পর্শে সমাজে দুর্বৃত্তায়ন

বিষাক্ত রাজনীতির স্পর্শে সমাজে দুর্বৃত্তায়ন : এমাজউদ্দিন
সোমবার, ৩রা আগষ্ট, ২০১৫
Muktobak24: দ্য ইকোনমিস্ট পত্রিকার উদ্ধৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি বিষাক্ত হয়ে গেছে এই বিষাক্ত রাজনীতির স্পর্শে সমাজে দুর্বৃত্তায়ন ঘটেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নও ঘটেছে যতদিন এটা দূর করতে না পারব, ততদিন মানুষের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে না
জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সেমিনারে তিনি সব কথা বলেন সারা দেশে অব্যাহত নৃশংস, নিষ্ঠুর, বর্বরোচিত নারী শিশু নির্যাতনের প্রতিবাদে সেমিনারের আয়োজন করা হয়
এমাজউদ্দিন আহমদ বলেন, যাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আচরণ যথাযথ সঠিক নয় আমরা চাই সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাপ্ত হোক মানুষের অধিকার সংরক্ষণ হোক
তিনি বলেন, ‘সমাজটা পুরুষতান্ত্রিক বললেই হবে না একটি উদারপন্থী, গণতান্ত্রিক বাসযোগ্য সমাজ তৈরির জন্য কাজ করতে হবে সামজে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না সেই সমাজের শিশু নারী নির্যাতন বৃদ্ধি পায়
তিনি আরও বলেন, ‘আজ সমাজে নারী শিশু অধিকার এত নিম্ন পর্যায়ে গেছে যে বর্তমানে মায়ের গর্ভে শিশুও নিরাপদ নয় বিষয়ে ক্ষমতাসীন বা বিরোধী দলকে বললেই চলবে না, সকলকেই সোচ্চার হতে হবে বিরোধী দল ক্ষমতাসীনদের বিভাজন আমরা চাচ্ছি না
মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, পিএসসির সাবেক চেয়ারম্যান জেড এম তাহমিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাজমেরি এস ইসলাম প্রমুখ ছাড়া মহিলা দলের নেতাকর্মীরাও সেমিনারে অংশ নেন মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর তাহমিনা আকতার টপি সেমিনার সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)