আজ সেই ১৭ মার্চ। ১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী।





১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী।
আজ সেই ১৭ মার্চ। 

১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী।


এতে আ স ম আবদুর রবসহ দুই শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। পুলিশ ও রক্ষীবাহিনী নিহত অধিকাংশের লাশ গুম করে। তৎকালীন মুজিব সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও সীমাহীন লুটপাটের প্রতিবাদে জাসদের উদ্যোগে এদিন ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় ২৯ দফা দাবি আদায়ের প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করা হয়। 

এদিন রাতে আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী র দৈনিক গণকণ্ঠের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। আর শেষ রাতে পুলিশ ও রক্ষীবাহিনী গণকণ্ঠ অফিসে তল্লাশি চালায় ও ছাপার জন্য তৈরি কপি, সিলোফিন প্রভৃতি আটক করে। ফলে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। পর দিন অর্থাৎ ১৮ মার্চ সকালে পুলিশ দৈনিক গণকণ্ঠ সম্পাদক আল মাহমুদকে তার বাসভবন থেকে গ্রেফতার করে।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)