সৌদি আরবের নতুন বাদশা সালমান

সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ

Muktobak24: রিয়াদশুক্রবার, ২ জানুয়ারী ২০১৫

রিয়াদ: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবার নাম আব্দুল আজিজ আল সৌদ ও মায়ের নাম হাসসা বিনতে আহমেদ আল সুদাইরী। সালমান সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর আপন ভাই।

সৌদির নতুন বাদশা তার পরিবারের সদস্যদের প্রতি আব্দুল্লাকে শেষ দেখা ও তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে মুকরিনকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমানের পরে মুকরিন হবেন সৌদির বাদশা।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)