নির্বাচনের জন্য মানুষ উন্মুখ - চৌধুরী কামাল ইবনে ইউসুফ

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

নির্বাচনের জন্য মানুষ উন্মুখ - চৌধুরী কামাল ইবনে ইউসুফ
নিরপেক্ষ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেশটাকে বাঁচান, নিজেরাও বাঁচুন মানুষ উন্মুখ হয়ে আছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে কথা বলেন সাবেক ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ সময় তিনি দেশের অর্থনীতি সামাজিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেফতার-হয়রানি, সরকারের বিদেশনীতিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেন তিনি বলেন, দেশের অর্থনীতি আর চলছে না যত মধ্যম আর উচ্চ আয়ের কথাই বলা হোক না কেন, মানুষ টের পাচ্ছে, দেশে আসলে হচ্ছেটা কী! কাজকর্মের অভাবে মানুষ নিজের জীবন বিপন্ন করে সাগরে ভাসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছু অবশিষ্ট রইল না ঢাকা, বরিশাল, সিলেটসহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনিয়ম-দুর্নীতির রক্ষক হয়েই তারা এখন ভক্ষকের ভূমিকায় নেমেছে ১২ লাখ টাকা ঘুষ খেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ সিলেটের শিশু সামিউলের হত্যাকারীকে সৌদি যাওয়ার সুযোগ করে দিয়েছে বলে মিডিয়ার খবর দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কতিপয় অনুগত ব্যক্তি ছাড়া আর কেউ ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না গুম, খুন, অপহরণ, চুরি, ছিনতাই সর্বত্র ছেয়ে গেছে আর সামাজিক অবক্ষয় কতটা বেড়েছে তা উপলব্ধি করা যায় সিলেটের ১৩ বছরের নিষ্পাপ শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনা পর হত্যাকারীদের পৈশাচিক উল্লাসের ভিডিও চিত্রটি দেখে মিয়ানমারে আমাদের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির নায়েক রাজ্জাকের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কত দুর্বল অন্যদিকে দেশের অর্থনীতির রক্তক্ষরণ যেন থামছেই না বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং প্রধান বিচারপতি এস কে সিনহা এহেন অবস্থায় মানুষ সুশাসন তথা গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থার জন্য উন্মুখ হয়ে আছে জন্য দরকার সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)