প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ছাএনেএী নাতাশার খোলা চিঠি - পিতাজী মুজিবের আত্বার কষ্ট লাঘবে আর তার প্রতি সম্মান জানাতে ৫৭০ সাবানকে জাতীয় সাবানের মর্যাদা দান করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ছাএনেএী নাতাশার খোলা চিঠি

muktobak24: ঢাকাশনিবার, ৩১ জানুয়ারী ২০১৫
তথ্য সুত্র : http://newsorgan24.com

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ছাএনেএী নাতাশার খোলা চিঠি

নিউজ অর্গান ডেস্ক, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০১৫ :

প্রিয় নেত্রী শেখ হাসিনা,

আপনি স্যাকুলার বিধায় সালাম আদাব না জানিয়ে শুভেচ্ছা জানালাম পর সমাচার ,আপনার কাছে আকুল আবেদন ,যে ৫৭০ সাবানে শেখ মুজিবের মরাদেহের গোসল সম্পন্ন হয়েছিলো সেই ৫৭০ সাবানকে জাতীয় সাবান হিসেবে ঘোষণা করুন

আইন করুন কারো জানাজায় ১৮ জনের বেশি লোক উপস্থিত হতে পারবে নামৃতদেহ ঢাকার জন্য যে কাফনের কাপড় ব্যবহার করা হয় সেটি এখন থেকে ব্যবহার করতে পারবে না তার বদলে গ্রামের বুড়িদের পরনের সাদা কাপড় কেটে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে হবে

কেউ মারা গেলে দুঃখে কান্নাকাটি করতে পারবে না বরং রাস্তায় রাস্তায় নেমে আনন্দ মিছিল করতে হবে ,ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতে হবে শোক রাণার নামাজ আদায় করতে হবে যারা এই আইন লংঘন করবে তাদেরকে বিনা বিচারে ফাসির ব্যবস্থা করুন

প্রিয় নেত্রী,

জিয়া পরিবারের কেউ যখন মারা যায় তখন লাখ লাখ লোক জানাজায় শরিক হয়ে যখন মৃত ব্যক্তিটিকে শ্রদ্বা, ভালোবাসা আর অশ্রু জলে শেষ বিদায় জানায় তখন পিতাজী মুজিবের আত্নার বড় কষ্ট হয়

পিতাজীর আত্বা তখন কেদে কেদে চিৎকার করে বলে,আমার শেষ গোসল হয়েছিলো ৫৭০ সাবানে ,আমার জানাজায় ১৮ জনের বেশি যেখানে লোক হয়নি ,আমার ভাগ্যে কাফনের কাপড় হিসেবে গ্রামের এক বুড়ির পরনের সাদা কাপড় জুটেছিল সেখানে বাকিদের শেষ গোসল কেন উন্নত সাবান ,নতুন ঝকঝকে কাপনের কাপড় আর লাখ লাখ লোকের উপস্থিতিতে কেন হয় !!! আমার মৃত্যু সংবাদে মানুষ যেখানে আনন্দে মিষ্টি মুখ করেছিলো সেখানে অন্যদের মৃত্যুতে কেন দুঃখে খাওয়া দাওয়া ছেড়ে দেয়

প্রিয় নেত্রী,

পিতাজী মুজিবের আত্বার কষ্ট লাঘবে আর তার প্রতি সম্মান জানাতে ৫৭০ সাবানকে জাতীয় সাবানের মর্যাদা , কাফনে নতুন কাপড়ের বদলে পুরাতন ছেড়া সাদা কাপড়, জানাজায় ১৮ জনের বেশি উপস্থিত না থাকা আর আনন্দ উল্লাসের বাধ্যতামূলক আইন করে পিতাজীকে স্বমহিমায় প্রতিষ্টিত করুন

ইতি,
তানিশা চৌধুরী নাতাশা

তিতুমীর কলেজ,ছাএদল
বি:দ্র: চিঠির দ্বায় ব্যাক্তিগত লেখিকার, এর দ্বায় নিউজ অর্গান ২৪ ডট কম নেবে না।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)