শেষ পর্যন্ত অবরোধ-হরতালে পেছালো এসএসসি পরীক্ষা

শেষ পর্যন্ত অবরোধ-হরতালে পেছালো এসএসসি পরীক্ষা
muktobak24: ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
বিএনপি জোটের ডাকা লাগাতার অবরোধ ও দফায় দফায় হরতালের কারণে পূর্ব নির্ধারিত এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। রোববার বেলা ১২টার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্ত জানান। আগামীকাল সোমবার থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। তবে সোমবারের এই পরীক্ষ‍ার তারিখ পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। জুম্মার নামাযের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অন্যান্য পরীক্ষ‍ার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরো বলেন, অবরোধে মধ্যেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে যদি হরতাল না দেয়। এই সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)