একই দিনে তিনটি মহাজাগতিক বিষ্ময় আজ শুক্রবার

একই দিনে তিনটি মহাজাগতিক বিষ্ময় আজ শুক্রবার
Muktobak24: Friday, March 20, 2015
আজ শুক্রবার, ২০ মার্চ একটি মাত্র দিনে তিনটি বিরল প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী দিনে সূর্যগ্রহণে ধাঁর নামবে, রাতে সুপারমুন ছড়াবে দিনের আলো আর ক্যালেন্ডারের হিসাবে এই দিনটিই সূর্যের বিষুবরেখার অতিক্রমকাল
ফলে দিন রাত্রি হবে সমান সুপারমুন বা অতিকায় চাঁদ দেখা যাবে রাতের আকাশে এই রাতে চাঁদ পৃথিবীর খুব কাছ থেকে সরে যাবে আর এক পর্যায়ে সূর্য চাঁদ একই সরল রেখায় চলে আসবে আর ফলে দিনের বেলায় সূর্যের আলো হয়ে আসবে ক্ষীণ
চব্বিশ ঘণ্টার মধ্যে মহাকাশে এই তিন ঘটনার একটি অন্যটিকে প্রভাবিত করবে না ঠিকই, কিন্তু একদিনে তিনটি ঘটনার সন্নিবেশ বিরল অধিকাংশ সময়েই বছরে তিন থেকে ছয়টি সুপারমুন আকাশে দেখা যায় ২০১৫ সালে মোট ছয়টি সুপারমুন দেখা যাবেআগামীকাল ২০ মার্চ ঘটবে সূর্যগ্রহণ এর পরে আগামী অগস্টে, সেপ্টেম্বরে অক্টোবরে তিন দফায় সুপারমুন দেখা যাবে নতুন যখন চাঁদ আসে তখনই সূর্যগ্রহণের ঘটনা ঘটে এই সময় চাঁদের প্রায় সবটাই ঢাকা পড়ে থাকে আর অতিকায় চাঁদ যখন দেখা যায় তখন চাঁদ থাকে পূর্ণ থালার মতো

২০ মার্চ পৃথিবীর অক্ষ রেখা সুর্যরশ্মির উপর উলম্ব হয়ে অবস্থান করবে এমনটা বছরে মাত্র দুবারই ঘটে থাকে ঠিক যে দুটি দিনে দিন-রাত্রি সমান হয় এরপর এই রেখা কাত হয়ে পড়লে উত্তর গোলার্ধের দিন বড় হতে থাকবে মহাকাশ বিজ্ঞানীদের হিসাবে এরপর দিন-রাত্রি সমানের দিনেই সূর্যগ্রহণ হবে ২০৫৩ ২০৭২ সালে

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)