খালেদা জিয়ার কৌশলের কাছে আওয়ামী লীগের হার

খালেদা জিয়ার কৌশলের কাছে আওয়ামী লীগের হার
Muktobak24: Tuesday, March 17, 2015
তথ্য সুত্র: 1newsbd.com
রাজনীতিতে কৌশলের কথা শুনেছি কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের নেতা নেত্রীদের মত নির্জলা মিথ্যার বাস্তব প্রয়োগ অনেকেরই দেখার যেমন সুযোগ হয় নাই তেমনি অনেকে হয়তো শুনেও নাই স্বৈরশাসকৃ হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস মনে করতেন একটা মিথ্যাকে শতমূখে প্রচারণা চালিয়ে সত্যতা দেয়া সম্ভব যারা গোয়েবলসের থিওরি ফলো করতে চান তাদের পরিণতিও হিটলারের মত অবশ্যম্ভাবী
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত প্রায় দশ সপ্তাহ ধরে অবরোধ তার অর্ধেকের মত সময়ে সারা দেশে বিভিন্ন জেলা শহরে হরতাল পালিত হয়ে আসছে ব্যাবসায়ীরা বলছেন দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকছে অর্থমন্ত্রীও বেশ কয়েকবার অর্থনৈতিক বিপর্যয়ের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন দেশের অন্যান্য শহর থেকে বিভিন্নভাবে রাজধানী ঢাকা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বাহ কষ্টসাধ্য হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিরাজ করছে চরম মন্দা অবস্থা
দেশের প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, সাথে বাড়ছে ব্যয় আগে যেখানে এক সপ্তাহ বা দুই সপ্তাহ কাজ না করে অথবা ব্যবসা গুটিয়ে বসা সম্ভব ছিল, এখন আর সেই দিন নাই চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সংলাপ বা আলোচনার কোনো লক্ষণ না দেখে এবং বিরোধী মতের রাজনৈতিক দলের পক্ষে সভা সমাবেশসহ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেয়ায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনেকটা বাধ্য হয়ে লাগাতার অবরোধ হরতালের কর্মসূচি দিয়েছে
২০১৪ সালের জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পূর্বে ১৮ দলীয় জোটের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বিরোধী দলের মধ্যে সংলাপের কথা উল্লেখ করে বলেছিলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন আলোচনা চলছে
নির্বাচনের পরেও আলোচনা চলতে থাকবে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটা সমঝোতা হলে দশম সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গীকারও করেছিলেন তিনি দেশের প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াও খবরটি ফলাও করে প্রচার করে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর বিবিসি শিরোণাম করেসমঝোতাহলে দশম সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন : শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর দলের নেতৃবৃন্দ সেই অঙ্গীকারের ব্যাপারে গত একটি বছরে একটি শব্দও উচ্চারণ করেন নি বরং বক্তৃতা বিবৃতিতে ২০১৯ সালের আগে নির্বাচন হবে না, বিএনপির আন্দোলনের শক্তি নাই আরো কত কিছু প্রতিনিয়ত বলতে শুরু করেন শেষ পর্যন্ত বিএনপিকে সমাবেশ পর্যন্ত করতে দেয়া হয় নাই আর তাই গণতন্ত্র পুনরুদ্ধার দেশের মানুষের ভোটের অধিকার ফিরে পেতে অবরোধ হরতালের শুরু এখান থেকেই
অবরোধ হরতালের সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম খুন যেমন প্রতিদিন হচ্ছে ঠিক তেমনি সহিংসতা নাশকতার ঘটনাও ঘটছে আর কাল্পনিক বন্দুক যুদ্ধের গল্প বানিয়ে ক্রসফায়ারের নামে অগণিত নেতা কর্মীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করছেন তাদের স্বজনরা দেশীয় আন্তর্জাতিক মানবাধিকারের রিপোর্ট অনুসারে বাসা বাড়ি থেকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় গুলি করে গুম খুন নির্যাতনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকার কথাও উঠে আসছে কিন্তু সহিংসতা বা নাশকতা কারা করছে তার সম্পর্কে একে অন্যকে দায়ী করে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে পেট্রল বোমার আঘাতে অনেক মানুষের শরীর ঝলসে গেছে এমনকি অনেকে মৃত্যুবরণও করছেন আইন শৃঙ্খলা বাহিনী পেট্রল বোমাসহ নাশকতার সাথে হাতে নাতে কাউকে ধরতে পারে নাই তবে পেট্রল বোমা বানাতে অথবা নাশকতা ঘটানোর পরিকল্পনার সাথে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের আত্মীয় স্বজনদের ছবিসহ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হচ্ছে এছাড়া দেশের এক প্রান্তে বোমা মারা হলে অন্য প্রান্তে অথবা গুলশানের অফিসে অন্তরীণ অনেকের নামে মামলা চার্জশিট দেয়া হচ্ছে অবস্থাতেও ভয়ে হোক অথবা অতীতের প্রাপ্তির কৃতজ্ঞতা বা লোভে পড়ে হোক স্বাক্ষী প্রমাণ ব্যতিরেকে দেশের কিছু মিডিয়া সরকারের সাথে কোরাস গাইছে যে, সহিংসতা নাশকতার সাথে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা জড়িত এর পরেই দেশে এবং বিদেশে শুরু হলো আবার জঙ্গি কার্ডের খেলা সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে বড় বড় পোস্টার আর বিলবোর্ড চাপিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চালানো হচ্ছে নানা মুখী মিথ্যা ষড়যন্ত্রমূলক প্রচারণা
সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে, দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি চেয়ারপারসন ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বছরের জানুয়ারির এক তারিখে সংবাদ সম্মেলন করে ৭টি প্রস্তাবনা দিয়েছিলেন আন্দোলন শুরুর প্রাক্কালে তাঁর যৌক্তিক প্রস্তাবনা দেখে দেশের জনগণ সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ আশা করেছিল কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁর যৌক্তিক প্রস্তাবনার প্রতি নূন্যতম সম্মান দেখানো দূরে থাক উল্টো তাঁকে গুলশান অফিসে অবরুদ্ধ করে রাখলো তাই গত প্রায় ১০ সপ্তাহ ধরে চলমান আন্দোলনে অনেকেই ক্ষয় ক্ষতির শিকার হলেও সাধারণ জনগণ এর বিকল্প ছিল না বলেই মনে করে দেশের সুশীল সমাজ, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, চীন এমনকি ভারতও আলাপ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের সমাধান চায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতার পালাবদলের পরবর্তী পরিণতির কথা চিন্তা করে ক্ষমতাসীন সরকার হাঁটছে উল্টোপথে সম্প্রসারণবাদ কিছু বিদেশি রাষ্ট্রের অনুকম্পা পাবার আশায় ৯০ শতাংশ মুসলমানের দেশকে জঙ্গি তকমা দিয়ে সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় বিএনপি ২০ দলীয় জোটের উপর সহিংসতা নাশকতার দোষ চাপিয়ে পার পেতে চায় তারা
ঠিক এমনি মূহুর্তে বিএনপি চেয়ারপারসন ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করে কয়েকটি প্রস্তাবনা দেশবাসির মাধ্যমে সরকারকে আবারো জানিয়ে দিয়েছেন খালেদা জিয়ার প্রস্তাবনার দিকে তাকালে দেখা যায় তিনি নির্বাচনকালীন সরকারের বিষয়েসকলের কাছে গ্রহণযোগ্য সরকারেরওপর জোর দিয়েছেন এবং আলাপ আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর প্রস্তাবনাকে দেখছেন দূরদর্শী কৌশলেরই অংশ হিসেবে তাঁর বক্তব্য প্রকাশের পরে বেশিরভাগ মানুষের মন্তব্য থেকে এটা সহজেই অনুমান করা যায় যে দেশের মানুষ আরো শক্ত বক্তব্য বা কঠোর আন্দোলনের কর্মসূচি আশা করেছিল কিন্তু তিনি কৌশলী বক্তব্য প্রস্তাবনার মাধ্যমে সরকারের কোর্টে বলকে ঠেলে দিয়েছেন পর্যবেক্ষকরা মনে করেন, সরকার যদি আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী না হয় এবং এর ফলশ্রুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোট আগামীতে আরো কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হয় তাহলে দেশের মানুষের জনরোষ সরকারের বিরুদ্ধেই যাবে এছাড়া আন্দোলন সংগ্রামে এখনো যেসকল নেতা কর্মী সক্রিয় নয় তাদেরকে আগামী দিনের আন্দোলনে সক্রিয় হওয়ার নির্দেশের মাধ্যমে ভবিষ্যত কঠোর কর্মসূচির ইঙ্গিতও সরকারকে দিয়ে রাখছেন
ইতিহাস স্বাক্ষী, সকল স্বৈরশাসকই কিছু বশংবদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে জন আকাঙ্খাকে শেষ দিন পর্যন্ত দমিয়ে রাখার চেষ্টা করে থাকে এটা যেমন সত্য, ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সুবিধাবাদি সদস্যদের দিয়ে আগেও যেমন শেষ রক্ষা হয় নাই এবারও শেষ রক্ষা হবে না, এটাও নিশ্চিত এছাড়া দাম্ভিকতা অহমিকার মাধ্যমে যে সরকার জনগণের ভোগান্তি যত বাড়াবে ক্ষমতার পালাবদলের পর তাদের পরিণতি ততো খারাপ হবে এটাও স্বতস্বিদ্ধ নিয়ম গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনে আওয়ামী লীগ সরকার কি জনগণের ভোগান্তি আরো বাড়াবে, না তারা সংলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে গণতন্ত্রের পথে হাঁটবে এটাই এখন দেখার অপেক্ষাঅাস
লেখক: মুজিবুর রহমান (গবেষক বিশ্লেষক লন্ডন)

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)