অভিজিতের পাশেই দাঁড়িয়ে পুলিশ ! হত্যা কান্ডের উ-টার্ন ,এক ঢিলে কয়েক পাখি মারার মতো ঘটনা

অভিজিতের পাশেই দাঁড়িয়ে পুলিশ ! হত্যা কান্ডের উ-টার্ন ,এক ঢিলে কয়েক পাখি মারার মতো ঘটনা
Muktobak24: Thursday 5 March 2015
ব্লগার অভিজিৎ হত্যাকান্ডের পর জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছেবলা হচ্ছে, বইমেলা , অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এর নিরাপত্তা ঘেরাচারিদিকে ্যাব , পুলিশ বিজিবির আনাগোনাসাথে আছে সিভিল পোষাকে গোয়েন্দা কর্মকর্তাশাহাবাগ থেকে প্রথম চেকিং শুরু , দ্বিতীয় চেকিং হয় টি এস সির মোরে , তৃতীয় চেকিং বইমেলার গেইটে
অন্যদিকে জাতীয় ঈদগাহের সামনে প্রথম চেকিং , দ্বিতীয়টা দোয়েল চত্তরের মোরে তৃতীয় চেকিং বইমেলার গেইটেএই রাস্তা গুলাতে প্রতি হাত অন্তর অন্তর প্রায় ১০-১২ জন করে পুলিশ , ্যাব বিজিবির সদস্য মোতায়েন করাসাধারনত হাতে বেগ থাকলেই সেই ব্যাগ চেকিং হয় মিনিমাম দুই জায়গায়আর সাথে অস্ত্র নেওয়া তো দুরের কথা
এরকম নিরাপত্তা সম্ভবত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসভবন এর নিরাপত্তার চেয়েও বেশীএরকম একটা নিরাপত্তাবহুল জায়গায় দুজন নর নারীকে মিনিট সময় ধরে কুপিয়ে একজন হত্যা আরেকজন কে জখম করে চলে গেলো কিন্তু পুলিশ টের পেলনা ? টি এস সি থেকে খুন করে খুনি নিশ্চয়ই তিন জায়গা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে পালাতে পারবেনাএকদিকে কলাভবনের দিকের রাস্তা তাও পুলিশ বেষ্টনী , অন্যদিকে শাহাবাগের রাস্তা তাও পুলিশের করা নিরাপত্তা , অন্যদিকে দোয়েল চত্তরের দিকের রাস্তাআর রমনা তে ঢুকার প্রশ্নই আসেনাতবে এতো নিরাপত্তার মাঝে দিয়ে খুনি পালালো কিভাবে ?
অনেকেই বলছেন, তবে কি ধরে নিতে হবে যারা নিরাপত্তার কাজে জড়িত এবং যাদের আদেশে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার কাজে নিয়োজিত তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে ? অথবা তাদের মধ্যেই লুকিয়ে থাকা সরকারের গুপ্তচরেরা এই কাজ ঘটিয়েছে নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার মাধ্যমে ?
অন্যযুক্তিও দেয়া হচ্ছেবর্তমান কোন ইস্যুকে ধামাচাপা দিতে নতুন কোন ইস্যু সরকারের দরকারএদিকে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর ঢাকায় আসছেনএই সময়ে হয়তো একটা সংখ্যালঘুর লাশ ফেলা খুব জরুরী ছিল, বাংলাদেশকে জঙ্গি হিসেবে তুলে ধরতেএক ঢিলে কয়েক পাখি মারার মতো ঘটনা

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)