খালেদা জিয়ার সঙ্গে সচিবদের বৈঠকের খবর ভুয়া

খালেদা জিয়ার সঙ্গে সচিবদের বৈঠকের খবর ভুয়া
ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর২০১৪
muktobak24: খালেদা জিয়ার সঙ্গে একদল প্রাক্তন ও বর্তমান (ওএসডি) সচিবের বৈঠকের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিএনপি। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানের স্বাক্ষরিত দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।


বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘এই খবরটি আদৌ সত্য নয়, এর কোনো সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদটি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে।’
এই সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। এই ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)