মৃত ঘোষণার সাড়ে ৩ ঘণ্টা পর জীবিত রোগী : ঢামেকজুড়ে হৈচৈ

শুক্রবার, ৫ ডিসেম্বর২০১৪
muktobak24: ডাক্তারি সার্টিফিকেট দিয়ে মৃতু ঘোষণা করার পর মর্গে নেয়ার আগেই হঠাৎ নড়েচড়ে ওঠল কথিত মৃত ব্যক্তি। এ নিয়ে হাসপাতালের চিকিৎসক-রোগিদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। তাছাড়া জীবিত রোগীকে ডেথ সার্টিফিকেট দিয়ে মৃতু ঘোষণা করা ওই করিতকর্মা ডাক্তারের যোগ্যতা নিয়েও কম হাস্যরস হচ্ছে না। এই হলো দেশ শীর্ষ চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজের চিত্র। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ হাসাপাতলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ইউনিটে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পিলে চমক লাগানোর মত এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসপাতালুজুরে হৈচৈ চলছে। ঘটনার পর থেকে হাসপাতলে ভর্তি রোগী, চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীরাসহ আশেপাশের এলাকার লোকজন ভীড় জমাচ্ছেন সৌভাগ্যবান ওই রুগীকে দেখার জন্য, হয়তো সময় মতো নড়েচড়ে না ওঠলে ডাক্তারের ভুলে যাকে জীবিতই কবরে যেতে হতো!DMC_1 হাসপাতল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় বলে ডেথ সার্টিফিকেট লিখেন ৮০২ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎক। ডেথ সার্টিফিকেটসহ আনুষঙ্গিক বিষয় সম্পন্ন করতে সাড়ে তিন ঘণ্টা পার হয়ে যায়। অজ্ঞাতপরিচয় হওয়ায় ডেথ সার্টিফিকেটে ‘পুলিশ কেস’ উল্লেখ করে লাশ মর্গে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। মর্গের নিতে ওয়ার্ডবয় লাশ ট্রলিতে উঠিয়েছেন। এমন সবাইকে হতবাক করে মৃত ব্যক্তি নড়েচড়ে উঠলেন। শুরু হয়ে গেলে ডেথ সার্টিফিকেট লেখা চিকিৎসকের তোড়জোড়। অবশেষে সাড়ে তিন ঘণ্টা আগে মৃত ঘোষণা করা অজ্ঞাত পরিচয় নারীর শরীরে স্যালাইন পুশ করা হয়। এ রিপোর্ট লেখার সময় বিস্তারিত ওই রোগী ও ডাক্তারের বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে দায়ী চিকিৎসকের সর্বোচ্চ শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)