ওমানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ওমানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শুক্রবার, ৫ ডিসেম্বর২০১৪
muktobak24: ওমানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ওমানের বিরুদ্ধে গোল উৎসব করে জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল বাংলাদেশের যুব হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত ম্যাচে ওমানের জালে প্রথমে গোলের সূচনা করেন খোরশেদ আলম। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ২০ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান বাড়ান কৌশিক। ৩ মিনিট যেতে না যেতে আবারও গোল। এবার গোল করেন মিলন। ২৯ এবং ৩৫ মিনিটে পর পর দুটি গোল করেন খোরশেদ। শেষটা আবার পেনাল্টি কর্ণার থেকে। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। তবুও দুটি গোল দিয়েছে খোরশেদরা। ৫০ মিনিটে নাঈম এবং ৬৯ মিনিটে গোল করেন রাব্বি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের যুবাদের ফাইনালে ওঠার পথে বাধার সৃষ্টি করতে পারবে না। কারণ, ইতিমধ্যে টানা তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে শুক্রবার ওমান এবং চাইনিজ তাইফের মধ্যে বিজয়ী দল। এ দুটি দলই দুটি করে খেলায় জিতে সমান পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে শ্রীলংকা।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)