বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রী পদত্যাগ

বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রী পদত্যাগ


 Muktobak24: মঙ্গলবার, ১৬ ডিসেম্বার ,২০১৪
তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী। সময়মতো নির্বাচন না হওয়ায় দেশটিতে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে। পদত্যাগের ঘোষণাকালে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী লরেন্ট লামোথে বলেন, দায়িত্ব পালনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী লামোথের সঙ্গে প্রেসিডেন্ট মাইকেল মারটেলিরও পদত্যাগ দাবি করছেন। জানুয়ারিতে হাইতির পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মারটেলি ডিক্রির জারির মাধ্যমে দেশ শাসন করবেন।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)