অস্ত্র কাড়তেই চুক্তি হয়েছিল-সন্তু লারমা

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
সন্তু লারমা
amarbanglanews24পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পাহাড়ি জনগণের হাতের অস্ত্র কাড়তেই পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করা হয়েছিল সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা দিয়ে কথা রাখেনি সরকার চুক্তি বাস্তবায়ন সম্পর্কে এখন যেসব কথা বলছে, তা সঠিক নয় গতকাল আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলোচনার আয়োজন করে
সন্তু লারমা আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কোনো আন্তরিকতা নেই, সদিচ্ছা নেই। চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, জুম্মু জনগণ অধিকারের প্রশ্নে জীবন বাজি রেখে সংগ্রাম করতে শিখেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন এবং চুক্তি পরিপন্থী জুম্মু স্বার্থবিরোধী সব কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের ঘোষণা শুধু মুখের কথা নয়। প্রকৃত দাবি না মানলে তার বাস্তব রূপ দেখবে সরকার। সন্তু লারমা বলেন, আন্দোলনের ঘোষণার পরিপ্রেক্ষিতে গত সোমবার রাঙামাটিতে এক সমাবেশে আওয়ামী লীগ নেতা রাঙামাটির সাবেক এমপি দীপঙ্কর তালুকদার অসহযোগ আন্দোলন রাজপথে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গে তিনি বলেন, শুধু রাজপথ কেন? চুক্তি বাস্তবায়নে সঠিক পদক্ষেপ না নিলে পাহাড়ের অলিতে-গলিতে মোকাবিলা হবে। কোনো দমন-নিপীড়ন আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, আমরা বাণিজ্য পর্যটন চাই না। চাই ইকো-ট্যুরিজম। জনমানুষের পর্যটন।

Comments

Social Share Icons

Popular Posts

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিউজটি ভুয়া ছিল স্বীকার করতে বাধ্য হলো ডেইলি স্টার

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজ বড় বেশি মনে পড়ে” - তরিকুল ইসলাম (সাবেক মন্ত্রী)